বান্দরবানে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৯ জন
 
নিউজ ডেস্ক
গত ২৪ ঘন্টায় পার্বত্য জেলা বান্দরবানে ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে বান্দরবান সদরে ২২ জন ও লামা উপজেলায় রয়েছে ৭জন। এ নিয়ে বান্দরবান জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১শত ৩৯ জনে। নতুন আক্রান্তদের হাসপাতালের আইসোলেশানে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। করোনা ভাইরাসের এই সময়ে বান্দরবানে একদিনে ২৯জন রোগী সনাক্ত হওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১শত ৩৯ জন আর ৩৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টাইনে এ পর্যন্ত ১ হাজার ৯৯জন ছিল তার মধ্যে ১ হাজার ৫৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১শত ১০জন ছিল এর মধ্যে ১শত ৭ জনকে ছাড় দেয়া হয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা জানান, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৮জনের, তার মধ্যে রির্পোট মিলেছে ১হাজার ৩শত ১৭জনের, এদের মধ্যে ১শত ৩৯জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, জেলায় করোনার উপর্সগ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে।
