খাগড়াছড়ির গুইমারায় সিন্দুকছড়ি জোনের ত্রাণ সহায়তা অব্যাহত - Southeast Asia Journal

খাগড়াছড়ির গুইমারায় সিন্দুকছড়ি জোনের ত্রাণ সহায়তা অব্যাহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

প্রাণঘাতি করোনা মহামারিতে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা।

সকালে (১৯ জুন) ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্বাবধানে সকালে সিন্দুকছড়ি জোনের আওতাধীন বিভিন্ন প্রত্যন্ত এলাকার জনসাধারণের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন জোন অধিনায়ক লে: কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান।

এসময় করোনা মহামারিতে পাহাড়ের হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, দুর্গম পাহাড়ে কোন মানুষকে খাদ্যের কষ্টে মরতে দেয়া হবেনা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান’সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। যা পেয়ে খুশি দূর্গম এলাকার বাসিন্দারা।

খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে মেজর রাহাত আহাম্মেদ, ক্যাপ্টেন মোহাইমিনুল আকিব উপস্থিত ছিলেন।

You may have missed