ডাক বিভাগের গাড়িতে বিনামূল্যে খাগড়াছড়ি থেকে ঢাকায় যাচ্ছে আম্রপালি আম
 
নিউজ ডেস্ক
চলমান প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরিবহণ সেবা বন্ধ থাকায় খাগড়াছড়ির আম চাষীদের উৎপাদিত আম ঢাকায় নিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে বিনামূল্যে ঢাকায় নিয়ে যাবার জন্য পদক্ষেপ গ্রহন করেছে ডাক বিভাগ। প্রথমবারে সরকারের ‘কৃষক বন্ধু ডাক সেবা’ কর্মসূচির আওতায় খাগড়াছড়ি থেকে বিনামূল্যে ঢাকায় মৌসুমী ফল পরিবহণও শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) সকালে বাংলাদেশ ডাক বিভাগের গাড়িতে করে ঢাকায় পাঠানো হয় ৪ মেট্রিন টন আম্রপালি আম। প্রথমবারের মত খাগড়াছড়ির প্রধান ডাকঘর প্রাঙ্গন থেকে জেলার বিশিষ্ট দু‘জন আম বাগানীর আম ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
কৃষি বিপনন অধিদপ্তরের সহায়তায় এখন থেকে প্রতিদিনই আম্রপালি আম পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি বিপনিন কর্মকর্তা তুষার কান্তি চাকমা।
এদিকে এ ধরণের সরকারি উদ্যোগে খুশি আম বাগানী ও কৃষকরা। এর আগে ডাক বিভাগের পরিবহনে বিনামূল্যে লিচু ঢাকায় পাঠানো হয়।
