রাঙামাটিতে নতুন করে করোনা আক্রান্ত ৯জন, মোট আক্রান্ত ১৫৫ - Southeast Asia Journal

রাঙামাটিতে নতুন করে করোনা আক্রান্ত ৯জন, মোট আক্রান্ত ১৫৫

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটির করোনা সংক্রমণ বেড়ে ১৫৫ জন হয়েছে। শনিবার (২০ জুন) চট্টগ্রামের বিআইডিআইটি থেকে আসা ৫৩ জনের রিপোর্টের মধ্যে ৯ জনের পজেটিভ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।

ডা: মোস্তফা জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন কাউখালী উপজেলায় কর্মরত পুলিশ সদস্য,১ জন কাপ্তাই উপজেলার এবং ৩ জন রাঙামাটি শহরে কর্মরত পুলিশ সদস্য ও ১ জন একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত।

এনিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ১৫৫ জনে দাঁড়ালো। একই সময়ে নতুন করে সুস্থ হওয়া ১১ জন সহ ৭৮ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। নতুন সুস্থ হওয়াদের মধ্যে ৫ জন কাউখালী উপজেলার, ৫জন শহরের এবং ১ জন কাপ্তাই উপজেলার।