বান্দরবানে সোনালী ব্যাংকের ৭ কর্মীসহ আক্রান্ত আরো ১৮ জন, নাইক্ষ্যংছড়িতে সোনালী ব্যাংক লকডাউন - Southeast Asia Journal

বান্দরবানে সোনালী ব্যাংকের ৭ কর্মীসহ আক্রান্ত আরো ১৮ জন, নাইক্ষ্যংছড়িতে সোনালী ব্যাংক লকডাউন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে সোনালী ব্যাংকের সাত কর্মকর্তা কর্মচারীসহ নতুন করে ১৮ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে বান্দরবান সদরে ৯, নাইক্ষ্যংছড়ি ৩, আলীকদম ৫ এবং রোয়াংছড়িতে ১জন।

সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু মারমা জানান, কক্সবাজার পিসিআর ল্যাবে শনিবার জেলার ৪৫টি নমুনা পরীক্ষায় ফলাফলে চার উপজেলার ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সংখ্যায় বেশি। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৮২ জনে। সুস্থ হয়েছেন ৩২ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্ব স্ব প্রতিষ্ঠান লকডাউনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে জেলার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনালী ব্যাংক শাখার দুই কর্মকর্তা করোনা সনাক্ত হওয়ায় সোনালী ব্যাংকের ওই শাখার সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়ে লকডাউন করে দিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন। গত (২০জুন) শনিবার ওই ব্যাংক শাখার ব্যবস্থাপক এসএম সোবায়েত (৩৫) ও ক্যাশিয়ার থোয়াইহ্লা চিং মার্মা (৪৫) করোনা শনাক্ত হওয়ার পর আজ (২১জুন) রবিবার সাড়ে ১১টার দিকে লকডাউনসহ ব্যাংকের সকল কার্যক্রম স্থগিতের নির্দেশনা দেন উপজেলা প্রশাসন।

উপজেলা নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, গত শনিবার সোনালী ব্যাংক নাইক্ষ্যংছড়ি শাখার ব্যবস্থাপক ও ক্যাশিয়ার করোনায় আক্রান্ত হওয়ায় আজ রবিবার সোনালী ব্যাংকের ওই শাখার সকল কার্যক্রম স্থগিতসহ লকডাউনের নির্দেশনা দিয়েছি যাতে ওখান থেকে আর কেউ আক্রান্ত না হয় ।