রাঙামাটির রাজস্থলীতে বাঙালি যুবককে গুলি করে হত্যা চেষ্টা উপজাতি সন্ত্রাসীদের - Southeast Asia Journal

রাঙামাটির রাজস্থলীতে বাঙালি যুবককে গুলি করে হত্যা চেষ্টা উপজাতি সন্ত্রাসীদের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে এক বাঙালি যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা।

সূত্র মতে, গত ২৫ জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকার জাফর আহম্মদের ছেলে আলী আহম্মদকে গুলি করে পালিয়ে যায় উপজাতি সন্ত্রাসীরা, এসময় তার মাথা, পিঠ ও হাতের বাহুতে গুলি লাগে। ঘটনার পর স্থানীয় লোকজন আলী আহম্মদকে উদ্ধার করে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ জানান, গুলিবিদ্ধ আলী আহম্মদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সন্ত্রাসীরা গুলি করে থাকতে পারে, কারণ গুলিবিদ্ধ ব্যক্তি মারমা বাহিনীর সাথে যুক্ত ছিলেন। সেখানে জেএসএস সন্তু ছাড়া অন্য কারো অবস্থান নেই।