মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা - Southeast Asia Journal

মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী নামার পাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মো. আবুল কালাম (৪০) নামের এক বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।

বুধবার (১লা জুলাই) দুপুরে সেনাবাহিনীর সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা তিনটহরী নামার পাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গেলে ৪ টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলমান রয়েছে দেখে ঘটনাস্থলেই ৪টি ড্রেজার মেশিন বিনষ্ট করেন। পরে বালু উত্তোলনকারী মো. আবুল কালামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা জানান, জেলা প্রশাসক থেকে উপজেলার চেংগুছড়া বালু মহলকে বৈধ বালু মহল হিসেবে ইতোপূর্বে ইজারা প্রদান করা হয়েছে। উপজেলার অন্য কোথাও যদি কোন বালু মহল থেকে থাকে তবে সেগুলো অবৈধ। অবৈধ বালু মহল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।