বান্দরবানে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক আওয়ামীলীগ নেতা অপহরণের অভিযোগ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক এক আওয়ামী লীগ নেতাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
২রা জুলাই বৃহস্পতিবার বিকলে রুয়াল লুল থাং বম নামের ঐ আওয়ামীলীগ নেতাকে অপহরণের ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তি জেলার সদর উপজেলার ৫নং ওয়ার্ডস্থ ৩৩৬নং বালাঘাটা মৌজার হেডদ্রম পাড়ার লালমুন হল বমের ছেলে।
সূত্র মতে, বিকেলে একদল উপজাতি মুখোশপড়া সশস্ত্র সন্ত্রাসী রুয়াল লুল থাং বমকে অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এনিয়ে বর্তমানে এলাকাটিতে আতঙ্ক বিরাজ করছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের এখনো কেউ মৌখিক ও লিখিত অভিযোগ দেয়নি। তবে যদি কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করে আমরা অবশ্যই বিষয়টি তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবো।