বান্দরবানে জেএসএস (সন্তু) কর্তৃক গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নিন্দা
![]()
নিউজ ডেস্ক
গত ৭জুলাই পার্বত্য জেলা বান্দরবানে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস কর্তৃক গুলি করে ৬জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে ইউপিডিএফ গণতান্ত্রিক।
বুধবার (৮ জুলাই) দুপুরে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র খাগড়াছড়ি সদরের মধুুপুরস্থ দলীয় কার্যালয় থেকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমা স্বাক্ষরিত একটি অনলাইন বিবৃতির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটির নেতারা।
প্রসঙ্গত, গত ৭ জুলাই মঙ্গলবার সকালে বান্দরবান জেলা সদরের বাঘমারা এলাকায় জেএসএস এমএন লারমার বান্দরবান জেলার সংগঠক রতন তঞ্চঙ্গ্যাসহ ৬ জনকে ব্রাশফায়ার করে হত্যা করে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র সশস্ত্র সন্ত্রাসীরা।