বান্দরবানে জেএসএস (সন্তু) কর্তৃক গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)'র নিন্দা - Southeast Asia Journal

বান্দরবানে জেএসএস (সন্তু) কর্তৃক গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নিন্দা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

গত ৭জুলাই পার্বত্য জেলা বান্দরবানে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস কর্তৃক গুলি করে ৬জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

বুধবার (৮ জুলাই) দুপুরে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র খাগড়াছড়ি সদরের মধুুপুরস্থ দলীয় কার্যালয় থেকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমা স্বাক্ষরিত একটি অনলাইন বিবৃতির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটির নেতারা।

প্রসঙ্গত, গত ৭ জুলাই মঙ্গলবার সকালে বান্দরবান জেলা সদরের বাঘমারা এলাকায় জেএসএস এমএন লারমার বান্দরবান জেলার সংগঠক রতন তঞ্চঙ্গ্যাসহ ৬ জনকে ব্রাশফায়ার করে হত্যা করে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র সশস্ত্র সন্ত্রাসীরা।