বান্দরবানে ৬ জন নিহতের ঘটনায় জেএসএস (সন্তু)'র ১০ নেতাকে আসামী করে মামলা - Southeast Asia Journal

বান্দরবানে ৬ জন নিহতের ঘটনায় জেএসএস (সন্তু)’র ১০ নেতাকে আসামী করে মামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

গত ৭ জুলাই পার্বত্য জেলা বান্দরবানে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীদের গুলিতে ৬ খুনের ঘটনায় সংগঠনটির ১০ নেতার নাম উল্লেখসহ ২০জনের নামে মামলা দায়ের করেছেন জেএসএস (এমএন লারমা)’র জেলা সাধারণ সম্পাদক উবামং মারমা। ৮ জুলাই বুধবার রাতে বান্দরবান সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, ৬ খুনের ঘটনায় জেএসএস (এমএন লারমা)’র জেলা সেক্রেটারি উবামং মারমা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় দশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো দশ জনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারের স্বার্থে এই মুহুর্তে আসামীদের নাম প্রকাশ করা যাবেনা।

মামলার বাদী ও জেএসএস (এমএন লারমা) নেতা উবামং মারমা জানান, “সংগঠনের নির্দেশনায় দলীয় নেতাদের হত্যার বিচার নিশ্চিত করতে বাদী হয়ে মামলাটি দায়ের করেছি। হত্যাকান্ডের সঙ্গে জেএসএস সন্তু লারমা গ্রুপের ক্যাডাররা জড়িত, তাদের শাস্তির দাবী জানাচ্ছি। তিনি আরো জানান, খাগড়াছড়ি জেলার ৫ নেতার লাশ গ্রহণ করে খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে আর নিহত জেলা সভাপতির লাশ তার স্ত্রী গ্রহণ করে নিয়ে গেছেন।