ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত পিসিপির খাগড়াছড়ি জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত - Southeast Asia Journal

ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত পিসিপির খাগড়াছড়ি জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

প্রসীত পন্থি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ১৭তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সমর চাকমাকে সভাপতি ও নিকেল চাকমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় দলীয় সংগীত বাজিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুমন্ত চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমর চাকমার সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা, পিসিপির কেন্দ্রীয় প্রতিনিধি রিপন জ্যোতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রচার সম্পাদক রোনাল চাকমা এবং চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা প্রমুখ।

এসময় কাউন্সিলে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সমর চাকমাকে সভাপতি, নিকেল চাকমাকে সাধারণ সম্পাদক ও নরেশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।

পরে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।