মুজিববর্ষ উপলক্ষ্যে পাহাড়ের প্রায় সাড়ে ৪হাজার পাড়া কেন্দ্র সবুজায়ন করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড - Southeast Asia Journal

মুজিববর্ষ উপলক্ষ্যে পাহাড়ের প্রায় সাড়ে ৪হাজার পাড়া কেন্দ্র সবুজায়ন করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের ৪হাজার ৩শত পাড়াকেন্দ্র ও ৪টি আবাসিক বিদ্যালয়ে একই সাথে একই সময়ে ১লক্ষ ৪০ হাজার পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কার্যক্রম বাস্তবায়ন করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। আগামী ১৯ জুলাই রবিবার সকাল ১১ টা থেকে ১২ টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় একযোগে এসব বৃক্ষরোপন করা হবে বলে জানা গেছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯ জুলাই রবিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জুম কনফারেন্সের মাধ্যমে মুজিব বর্ষ উপলক্ষে জাম, জ্যাম্বুরা/বাতাবি লেবু, বেল, আমলকি, নিম, হরিতকি, বহেরা, তেঁতুল ও অর্জুন চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি। পার্বত্য মন্ত্রনালয়ের ঢাকার অংশে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ সংযুক্ত থাকবেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় ও ইউনিট অফিস এবং পাড়াকেন্দ্র সমূহে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান, সদস্যবর্গ, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যুক্ত থাকবেন। অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার ২৬ উপজেলায় ইন্টারনেট সুবিধা সম্বলিত ৭৮টি পাড়াকেন্দ্রে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তা, মাঠ সংগঠক, পাড়াকর্মী, পিসিএমসি সভাপতি, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারসহ প্রকল্পের সহযোগী সংস্থার কর্মকর্তাগণ সংযুক্ত থাকবেন।

সূত্র মতে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান প্রধান কার্যালয় থেকে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। প্রকল্প পরিচালক, SSS CHT কর্তৃক শুরুতে ২-৩ মিনিট ভিডিও ক্লিপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হবে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাগণ সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন। মন্ত্রীর অভিপ্রায় অনুসারে মাঠ পর্যায় থেকে উপকারভোগীদের অনুভূতি জানতে চাওয়া হবে এবং সবশেষে মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন।