মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসককে অপহরণের পর হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ - Southeast Asia Journal

মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসককে অপহরণের পর হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় ভোররাতে উপজাতি তিন যুবক কর্তৃক প্রসুতি নারীর চিকিৎসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নুর মোহাম্মদ টিপু নামের এক পল্লী চিকিৎসককে অপহরণের পর নির্মম ভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

২৪ জুলাই শুক্রবার বিকেলে সংগঠনটির মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার নেতৃত্বে নেতা-কর্মীরা উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তবলছড়ি সড়ক মোড়ে প্রতিবাদ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ডালিম, মোঃ রবিউল হোসেন, জালাল আহমেদ, হেলাল উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় পল্লী চিকিৎসক টিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে সংগঠনটির নেতারা বলেন, এ হত্যাকাণ্ডের জন্য পাহাড়ে সন্ত্রাসের গডফাদার জেএসএস প্রধান সন্তু লারমা ও ইউপিডিএফ প্রধান প্রসীত বিকাশ খীসা দায়ি। আর কতো খুন-গুম হলে পাহাড়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে এমন প্রশ্ন রেখে বক্তারা অবিলম্বে খুনী সন্তু লারমা ও প্রসীত বিকাশ খীসাকে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এর আগে, ভোর সাড়ে চারটার দিকে এক প্রসুতি নারীর অসুস্থতার কথা বলে নিজ বাড়ি থেকে তিনজন উপজাতি যুবক টিপুকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পরে বেলা দেড়টার দিকে উপজেলার সাপমারা ব্রীজের নিচে তার পা বাধা বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।