বাবার বকাবকিতে ঘরছাড়া স্কুল শিক্ষার্থী, খোঁজ মেলেনি ৬দিনেও
![]()
নিউজ ডেস্ক
মায়ের সাথে কথা কাটাকাটির রেশ ধরে বাবার কাছে বকা খেয়ে অভিমান করে ঘর থেকে বের হয়ে গিয়ে গত ৬দিনেও বাড়ি ফিরেনি জেকি চাকমা (১৫) নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় জেকি চাকমার পরিবারের পক্ষ হতে থানায় সাধারণ ডায়েরিসহ অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
গত ১৮ জুলাই খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিখোঁজ শিক্ষার্থী উপজেলার দীঘিনালা ইউনিয়নের কার্বারী এলাকার রামচন্দ্র কার্বারী পাড়া গ্রামের আলোশি চাকমার মেয়ে।
নিখোঁজের পরিবার জানায়, গত শনিবার (১৮ জুলাই) নিখোঁজ জেকি চাকমা তার মায়ের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া করেন। এঘটনায় তার বাবা আলোশি চাকমা তাকে বকাবকি করেন। এসময় অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় জেকি চাকমা। পারিবারিক ভাবে এ ঘটনাকে সেসময় তুচ্ছ মনে করা হলেও তাদের আদরের সন্তান জেকি চাকমা বাড়ি ফিরেনি গত ৬ দিনেও। আত্নীয়-স্বজনের বাড়িতেও নেই জেকি চাকমা।
জেকি চাকমার বাবা আলোশি চাকমা বলেন, এমন একটি ছোট্ট ঘটনায় মেয়েকে হারাতে হবে তা ভাবিনি। তিনি তার মেয়েকে খুঁজে তার কোলে ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
দীঘিনালা থানার উপ পরিদর্শক পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ শিক্ষার্থীর বাবার জিডি’র প্রেক্ষিতে অনুসন্ধান চলছে।