খাগড়াছড়িতে চা বাগান কর্তন, প্রশাসনকে অবহিত করায় ২সহোদরের হাত-পা ভেঙ্গে দিয়েছে ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানিকছড়ি সীমান্তবর্তী মরাকয়লা-বেলছড়ি-হাতিকুম্ভা এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক আবু বক্কর নামের স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের সৃজিত চা বাগানের চারা উপড়ে ফেলা ও কেটা ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর নিরাপত্তাবাহিনী ও প্রশাসনকে অবহিত করায় বাগান মালিক আবু বক্করের ২পুত্রকে বেড়ধক মারধর করে হাত-ভেঙ্গে দেওয়ারও খবর পাওয়া গেছে।
সূত্র মতে, গত ২৯ জুলাই বুধবার গভীর রাতে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর নিজ জমির ২.৫ (আড়াই) একর ভূমিতে সদ্য সৃজনকৃত চা বাগানের প্রায় ৫শতাধিক চা গাছ উপড়ে ফেলে ও প্রায় অর্ধশতাধিক প্রাপ্ত বয়ষ্ক চা গাছ কেটে ফেলেছে ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন সকালে ঘটনাটি স্থানীয় নিরাপত্তাবাহিনীর ক্যাম্পে ও প্রশাসনকে অবহিত করে ক্ষতিগ্রস্থ আবু বক্কর ও তার পরিবারের সদস্যরা। পরবর্তীতে আজ ৩০শে জুলাই বৃহস্পতিবার দুপুরে উক্ত ঘটনাস্থ পরিদর্শন করে নিরাপত্তাবাহিনীর একটি দল। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে সন্ত্রাসীরা।
একই দিন বিকেলে সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল পুনরায় নষ্ট করা চা বাগানে এসে এ ঘটনাটি প্রশাসন ও নিরাপত্তাবাহিনীকে অবগত করার অপরাধে চা বাগানের মালিক ও সাবেক ইউপি সদস্য আবু বক্করের ছেলে মোহাম্মদ ইব্রাহিম খলিল (২৮)র বাম হাত ও বাম পায়ে বেড়ধক পিটিয়ে হাত ও পা ভেঙ্গে ফেলে, পরক্ষনে সন্ত্রাসীরা আবু বক্করের অন্য ছেলে মোঃ রিয়াজ (১৮)র হাত-পায়েও পিটিয়ে মারাত্নক জখম করে সেখান থেকে চলে যায়।
ঘটনার পর খবর পেয়ে বাগান মালিক আবু বক্কর স্থানীয়দের সহায়তায় তার দুই ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান এ ঘটনার খবর শুনেনি জানিয়ে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত পূর্বক পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
