বান্দরবানে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ
 
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে বান্দরবান প্রেস ইউনিটের সহযোগিতায় হোটেল হিলটন অডিটোরিয়াম হল প্রাঙ্গণে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজীসহ বান্দরবানের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বান্দরবানের কর্মরত ৩০ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার টাকা করে চেক প্রদান করেন অতিথিরা।
