খাগড়াছড়িতে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
৭ আগস্ট শনিবার বিকালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ৩৫ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার টাকার চেক তুলে দেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
