খাগড়াছড়িতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে সংবর্ধনা - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে সংবর্ধনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ন মহাসচিব মহসিন কাজীকে সংবর্ধনা দিয়েছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আর্চায, প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক মো: আবু তাহের। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সৈকত দেওয়ান, সাংবাদিক প্রদীপ চৌধুরী, আবু দাউদ, জহুরুল আলম, রিপন সরকার, রফিকুল ইসলাম, শংকর চৌধুরী, নুরুচ্ছফা মানিক ও লিটন ভট্রাচার্য্য রানা।

এই সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম-মহাসচিব মহসিন কাজী সমবেতদের ধন্যবাদ জানিয়ে বলেন ঐক্যবদ্ধভাবে সাংবাদিক সমাজের অধিকার মর্যাদা নিরাপত্তা নিশ্চিতের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।