১৫ আগষ্টের পর খুলছে রাঙামাটির সব পর্যটন কেন্দ্র - Southeast Asia Journal

১৫ আগষ্টের পর খুলছে রাঙামাটির সব পর্যটন কেন্দ্র

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে রাঙামাটি পার্বত্য জেলার সকল পর্যটন স্পট খুলে দেয়া হবে জানিয়ে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেছেন, এমনিতেই বর্তমানে কাপ্তাইল লেক সবার জন্য উন্মুক্ত রয়েছে, সবাই ঘোরাঘুরি করছেন, বাকিগুলো শীঘ্রই খুলে দেয়া হবে। গত ৯ আগষ্ট রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় পুলিশ সুপার আলমগীর কবির, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জমান রোমানসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময় সভায় পিসিআর ল্যাবের কাজ করতে গিয়ে নিহত ২ শ্রমিকের পরিবারকে ক্ষতিপুরণ, সিএনজি ভাড়া নিয়ন্ত্রণ, পুলিশ সুপার কার্যালয়ের পেছনে অবৈধ দখল উচ্ছেদ, মাদক বিরোধী অভিযান, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ভ্রাম্যমান পরিচালনা করা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ৩ মাস মাছ আহরণ বন্ধ থাকার পর আজ ১০ আগষ্ট থেকে আবারো কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হবে বলে জানান জেলা প্রশাসক।