বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে মিয়ানমারের নাগরিকসহ আটক ২
 
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে মিয়ানমারের নাগরিকসহ দুই জনকে আটক করেছে সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ।
উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বটতলী পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিকসহ দুইজনকে আটক করেছে সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃত চুচু ওয়াং রাখাইন (১৯) মিয়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা ও মংচা প্রু মার্মা (২২) উপজেলার সোনাইছড়ির বাসিন্দা।
সূত্র মতে, গত ১২ আগষ্ট বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে বটতলী বাজার ৬নং ওয়ার্ড এলাকা থেকে প্রায় ৩৯ হাজার পিস ইয়াবাসহ এই দুই মাদক পাচারকারীকে আটক করে সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল। আটকৃতরা বার্মীজ ভাষায় কথা বললেও বাংলা ভাষায় কথা বলতে পারে না।
অাটকের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর জানান, নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকর্কৃত ও পলাতক আরো কয়েকজনকে আসামী করে তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
