কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ জন রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৫ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যার দিকে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান চালায়। এ সময় আটক ৬ রোহিঙ্গার কাছ থেকে দেশীয় একনলা দুইটি বন্দুক, কিরিচ, সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, পুটিবনিয়া ক্যাম্পের রহমত উল্লাহ’র ছেলে নুর হোসেন, হাবিবুল্লাহর ছেলে জাফর আলম, জহুর মল্লিকের ছেলে মো. আলম, আহমদ হোসেনের ছেলে আব্দু রহমান, নুর হোসেন, আবু সামার ছেলে আবু সাদেক, আব্দু সালামের ছেলে মো. আমিন, শাহ আলমের ছেলে মো. সাদেক ও বালুখালী শিবিরের নজির আহমদের ছেলে মো. আমান উল্লাহ। পরে তাদের মধ্য থেকে তিন জনকে ছেড়ে দেয়া হয়।

সূত্রে জানা যায়, উনচিপ্রাং পুটিবনিয়া ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ব্লকের মধ্যে আল ইয়াকিন (রোহিঙ্গা সন্ত্রাসী দু’গ্রুপ) ৩০/৩৫ রাউন্ড গুলি ফায়ার করে ক্যাম্পে আতংক সৃষ্টি করে। পাশাপাশি রোহিঙ্গদের অনেক ঘর বাড়িতে হানা দেয়া হয়। বিষয়টি ভয়াবহ অবস্থা সৃষ্টির প্রাক্কালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, কিছু দুষ্কৃতকারী রোহিঙ্গা বেশ কিছুদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মারমুখী অবস্থানে ছিল। এরই প্রেক্ষিতে খারাপ পরিস্থিতির সৃষ্টি হলে অভিযান চালিয়ে ওইসব অস্ত্রসহ ৯ জন আটক করা হয়েছিল। সেখান থেকে যাচাই বাছাই করে তিনজনকে ছেড়ে দেয়া হয়। বাকি ৬ রোহিঙ্গাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।