বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির এলইডি ভিডিও ডিসপ্লে বোর্ড স্থাপন - Southeast Asia Journal

বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির এলইডি ভিডিও ডিসপ্লে বোর্ড স্থাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পৌরসভার বাসিন্দাদের সরকারি জরুরী তথ্যসেবা জানানো ও দুর্যোগ পূর্ববর্তী তথ্য ও মোকাবেলায় করনীয় সর্ম্পকে জানানোর লক্ষ্যে বান্দরবান সদরের ট্রাফিক মোড় প্রাঙ্গনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে এক এলইডি ভিডিও ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে।

২৮ আগষ্ট (শুক্রবার) সন্ধ্যায় বান্দরবান সদরের ট্রাফিক মোড় প্রাঙ্গনে ফিতা কেটে এই এলইডি ভিডিও ডিসপ্লে বোর্ড এর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো.শফিকুল আলম,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লা,সেক্রেটারি অমল কান্তি দাশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট এ্যাফেয়ার্স বিভাগ এর সহকারী পরিচালক কবির আহমদ ফকির,রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের লেবেল অফিসার মো.মোশারফ হোসেন, যুব প্রধান মনিরুল ইসলামসহ বান্দরবান ইউনিটে বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তাবৃন্দ ও যুব সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সুত্রে জানা যায়,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,সুইস রেডক্রস এর সহযোগিতায় বান্দরবান ইউনিট এর আওতায় চলমান ব্রাঞ্চ ডেভলাপমেন্ট ক্যাপাসিটি প্রকল্পাধীন জনসচেতনতা বৃদ্ধিমূলক তথ্য প্রচার ও প্রসার এর লক্ষ্যে ৮.৫ ফুট বাই ৪.৫ ফুট পরিমাপের একটি এলইডি ভিডিও ডিসপ্লে বোর্ড বান্দরবান সদরের ট্রাফিক মোড় প্রাঙ্গনে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে, এবং এই এলইডি ভিডিও ডিসপ্লে বোর্ড এখন থেকে নিয়মিত চালু রাখার পাশাপাশি জনগণকে সরকারি জরুরী তথ্যসেবা জানানো এবং দুর্যোগ পূর্ববর্তী তথ্য ও দুর্যোগ মোকাবেলায় সাধারণ জনগণের করনীয় সহ বিভিন্ন তথ্য ও ভিডিও চিত্র প্রদর্শিত হবে।