জেএসএস (এমএন লারমা)’র ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি সুভাষ কান্তি চাকমা
 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-(এমএন লারমা)’র নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা ওরফে পরিচয় চাকমা। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলের শারীরিক অসুস্থতাজনিত মৃত্যুর কারণে সংগঠনের কর্মসূচী চালিয়ে নেয়ার স্বার্থে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনটির পক্ষ হতে।
গত ২৭ আগষ্ট সংগঠনের পক্ষে তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
প্রসঙ্গত, গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯ টায় ৬৮ বছর বয়সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে। এর আগে ২০০৯ সালে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি থেকে বেরিয়ে গিয়ে পৃথক জনসংহতি সমিতি (এমএনলারমা) গঠন করা তাতিন্দ্র লাল চাকমা।
