বান্দরবানে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতার মৃত্যু নিউজ ডেস্ক - Southeast Asia Journal

বান্দরবানে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতার মৃত্যু নিউজ ডেস্ক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার বাঘমারায় অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মংচিংউ মারমার (৩৮) মৃত্যু হয়েছে। পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সুত্রে জানা যায়,বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চিংক্যউ পাড়ায় অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসীরা বাড়ির পাশ্ববর্তী এলাকায় গুলি করে মংচিংউ মারমা (৩৮) নামে একজনকে হত্যা করেছে। সে জামছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এসময় পাড়াবাসীদের মধ্যে ভীতি ছড়িয়ে দিতে আরও কয়েক রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বান্দরবান সদর উপজেলা আওয়ামীগের সভাপতি পাইহ্লা অং মারমা বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যক্তি জামছড়ি যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল ইসলাম চৌধুরী জানান, সন্ত্রাসীদের গুলিতে এক জনের মত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গেছেন।

নিহতের পরিবারের পক্ষ হতে জানানো হয়, নিহত যুবলীগ নেতা বছরখানেক আগে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ছেড়ে যুবলীগে যোগ দেয়ার পর থেকেই তাকে প্রানণাশের হুমকি দিয়ে আসছিলো জেএসএস। এছাড়া তার মৃত্যুর ঘটনায় জেএসএসকেই দায়ী করেছে স্থানীয়রা।