খাগড়াছড়ির সাবেক ডিসির বাহন ‘ফুলকলি’র সমাধি সৌধের ভিত্তি প্রস্থর স্থাপন
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৯০’র দশকে তৎকালীন জেলা প্রশাসকের (ডিসি) বাহন ‘ফুলকলি’র সমাধি স্থলে সমাধি সৌধের ভিত্তি প্রস্থর ও নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

গত ৩১শে আগষ্ট সোমবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার পুরাতন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে ফুলকলির সমাধির পাশেই এ নতুন সৌধ নির্মান কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসসহ জেলা প্রশাশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ভাল রাস্তা-ঘাট ছিল না। সে সময়ে জেলা প্রশাসকগণ প্রত্যন্ত এলাকায় সরকারি কাজে হাতীর পিঠে চড়ে চলাচল করতেন। ১৯৯০ সালে তৎকালীন জেলা প্রশাসকের সর্বশেষ হাতী “ফুলকলি” অন্য একটি বন্য হাতীর আক্রমনে মৃত্যুবরণ করে। জেলা প্রশাসক খোরশেদ আনসার খাঁন পরম মমতায় ফুলকলিকে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে সমাধিস্থ করেন।
ফুলকলির স্মৃতি বাঁচিয়ে রাখতে ও পার্বত্য জেলায় যোগাযোগের মাধ্যম হিসাবে হাতি ব্যবহারের পুরানো ঐতিহ্য পর্যটকদের সামনে তুলে ধরতে ফুলকলির সমাধি সৌধ নির্মাণের কাজ শুরু করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
