মিয়ানমারের সাধারণ নির্বাচনে সু চির প্রচারণা শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন সাধারণ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন দেশটির ডি ফ্যাক্টো নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নেপিদোর ক্ষমতাসীন এনএলডির দলীয় কার্যালয়ে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, মিয়ানমারে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। এতে জাতীয়, রাজ্য এবং আঞ্চলিক পর্যায়ের ১১’শ ৭১টি আসনের প্রার্থী নির্বাচন করবেন ভোটাররা। এবারের নির্বাচনে সংখ্যালঘুদের হত্যা-নির্যাতনের বিষয়টি গুরুত্ব পাবে, একইসাথে করোনা মহামারিও প্রভাব ফেলবে সাধারণ নির্বাচনে। নির্বাচনে এনএলডির প্রধান প্রতিপক্ষ সাবেক জেনারেলদের নিয়ে গঠিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি।

প্রসঙ্গত, ২০১৭ সালে বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলেই দেশটির আরাকান রাজ্যে সেনাবাহিনীর ব্যাপক নির্যাতনের মাঝে নদী পেরিয়ে পাশ্ববর্তী বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নেয় দেশটির লাখ লাখ রোহিঙ্গা। এরপর সু চি ও তার দল এনএলডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে দেশ-বিদেশে। মূলত রোহিঙ্গা নির্যাতনের কারণেই জনপ্রিয়তায় ধ্বস নামে স্টেট কাউন্সিলর এবং এনএলডি নেত্রী অং সান সু চির।