খাগড়াছড়ি হাসপাতালের জন্য প্রদানকৃত প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হস্থান্তর - Southeast Asia Journal

খাগড়াছড়ি হাসপাতালের জন্য প্রদানকৃত প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হস্থান্তর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালের জন্য প্রদানকৃত প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার অক্সিজেন কনসেনট্রেটর, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও অন্যান্য মেডিকেল সামগ্রী হস্থান্তর করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সিভিল সার্জনের হাতে এসব সামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পরে হাসপাতাল সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পূর্ণজীবন চাকমা,গাইনী বিভাগের সিনিয়র কনসালর্ন্টেন জয়া চাকমাসহ হাসপাতালের কর্মরত ডাক্তাররা উপস্থিত ছিলেন।

সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, চিকিৎসা সেবায় পিছিয়ে নেই পার্বত্য চট্টগ্রাম। অন্যান্য জেলার তুলনায় ডাক্তারদের আন্তরিকতায় খাগড়াছড়িতে চিকিৎসা সেবার মান অনেক ভালো। সে সাথে খাগড়াছড়ির ডাক্তাররা যেভাবে করোনাকালে রোগীদের সেবা দিয়েছে এ ধরনের দৃষ্টান্ত খুব কম বলেও তিনি মন্তব্য করেনে। এ সময় তিনি চিকিৎসাখাতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

You may have missed