খাগড়াছড়িতে ভুয়া অতিরিক্ত সচিব আটক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ভুয়া অতিরিক্ত সচিব আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা, অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা এবং সরকারী কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে খাগড়াছড়িতে মো. জগলুল ফারুক সিফাতকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা প্রশাসন। ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী কন্যাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জগলুল ফারুক সিফাতের বাবার নাম ফারুক সিকদার, তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়। বর্তমানে ঢাকার মিরপুরে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা প্রশাসনের এনডিসি উজ্জ্বল কুমার হাওলাদার বলেন, জগলুল ফারুক সিফাত নামে এক ব্যক্তি অতিরিক্ত সচিব পরিচয়ে সার্কিট হাউসে দায়িত্বরতদের সাথে অশোভন আচরণ করে। পরে দেখা যায় তিনি ভুয়া পরিচয় দিয়ে সার্কিট হাউসে অবস্থান ও সুবিধা নেতার চেষ্টা করেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন থেকে খবর পেয়ে অতিরিক্ত সচিব পরিচয়দানকারী মো. জগলুল ফারুক সিফাত (৩০), তার স্ত্রী জান্নাতুন ফেরদৌস (২৫) ও শিশু কন্যাদের খাগড়াছড়ি থানায় নিয়ে আসা হয়।

খাগড়াছড়ি সদর থানার এসআই খায়রুল আলম জানান, প্রতারণার অভিযোগে আটককৃত জগলুল ফারুক সিফাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের তোলা হবে।