দীঘিনালায় জেএসএস (এমএন লারমা)'র থানা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত - Southeast Asia Journal

দীঘিনালায় জেএসএস (এমএন লারমা)’র থানা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় এমএন লারমা সমর্থিত আঞ্চলিক সংগঠন জেএসএসর থানা কমিটির ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান, পার্বত্য চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখে ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় সংগঠনটির গঠনতন্ত্র অনুসারে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির বিদায়ী কমিটির সভাপতি মৃণাল কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক সুধাকর ত্রিপুরা।

সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন, দীঘিনালা থানা কমিটির বিদায়ী সহ-সভাপতি শান্তি লোচন দেওয়ান ও সামগ্রীক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সূর্য চন্দ্র চাকমা। এছাড়া অনুষ্ঠানে প্রফুল্ল কুমার চাকমা, আরাধ্যপাল খীসাসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা, থানা নেতৃবৃন্দ ও গণ্যমান্য জনপ্রতিনিধিসহ সংগঠনের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “দীর্ঘ সময় আমরা সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সাথে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধভাবে ছিলাম ইউপিডিএফ এর সাথেও৷ কিন্তু সেই ঐক্য আদর্শীক ঐক্য না হওয়াতে একপর্যায়ে সেই ঐক্যে ভাঙন শুরু হয়। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতে কথিত ঐক্যের দাবি সম্বলিত মিছিল হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সে ঐক্যে বিশ্বাসী যে ঐক্য সকল পার্টিগুলোর মধ্যে সহমর্মিতার মনোভাব সৃষ্টি করবে। কোন ফাঁদপাতা ঐক্যে জেএসএস (এমএন লারমা) বিশ্বাস করে না।

সংগঠনটির থানা কমিটির পুরাতন নেতৃত্ব বিলুপ্তি ঘোষণা করে মৃণাল কান্তি চাকমাকে পুনরায় সভাপতি, চয়ন বিকাশ চাকমাকে সাধারণ সম্পাদক ও সমীর চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পিসিজেএসএস দীঘিনালা থানা কমিটি ঘোষণা করা হয়। পরে সম্মেলনে কেন্দ্রীয় কমিটির পক্ষে প্যানেল উপস্থাপন এবং শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ও কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা।