রাঙামাটি ও বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত - Southeast Asia Journal

রাঙামাটি ও বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“Tourism and Rural Development“এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। রবিবার সকালে রাঙামাটি ও বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন বিষয়ে রচনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাঙামাটিতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রসাশক এ কে এম মামুনুর রশিদ। এসময় অন্যান্যর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, রাঙামাটি পর্যটন করপোরেশন’র ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।

এছাড়া সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গণ হতে একটি শোভাযাত্রা বের হয়ে পরিষদের অডিটরিয়ামে এসে সমবেত হয়। শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার জনগণ অংশ নেন। পরে পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, নির্বাহী কর্মকর্তা মো: শেখ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ -পরিচালক ড. এ কে এম নাজমুল হকসহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পর্যটকরা পাহাড়ে ভ্রমণ করতে এসে অনেক ফলজ ও কৃষিজ পণ্য কিনে নিয়ে যায়। যার কারণে এখানকার গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন বিকশিত হচ্ছে। এছাড়াও পর্যটনকে ঘিড়ে গড়ে উঠছে অসংখ্য হোটেল মোটেল । এ খাতে কর্মসংস্থান হচ্ছে হাজারো বেকারের। সরকারের পাশাপাশি পর্যটন বিকাশের জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে । বেসরখারি খাত ছাড়া কখনও পর্যটন উন্নয়ন সম্ভব নয় বলে অভিমত দেন বক্তারা ।