রাঙামাটির কাপ্তাইয়ে যুবলীগ নেতা হত্যা মামলার আসামী আটক
নিউজ ডেস্ক
চলতি বছরের ১লা এপ্রিল বুধবার দিবাগত রাতে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি উসেপ্রু মারমাকে (৩০) অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্রাশ ফায়ার করে হত্যার ঘটনায় অভিযুক্ত ও এ ঘটনায় দায়ের করা মামলার ২নং আসামী সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র সশস্ত্র কর্মী অংসুইপ্রু মারমা প্রকাশ ঠেলা (৫০)কে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তি চিৎমরম ইউনিয়নের মইদং পাড়ার থোয়াইচা মারমার ছেলে।
কাপ্তাই চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, শুক্রবার (১৬ই অক্টোবর) দুপুরে চিৎমরমের ছোট মইদং পাড়ার জুম ঘরে অভিযান চালিয়ে অংসুইপ্রু মারমা (৫০)’কে আটক করে সেনাবাহিনী। সে চিৎমরম ইউনিয়ন জেএসএসের কমিটিতে রয়েছে বলে জানা যায়। হত্যা মামলার ২য় আসামী সে। শনিবার (১৭ই অক্টোবর) তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১লা এপ্রিল দিবাগত রাতে চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী উসেপ্রু মারমাকে ঘুম থেকে তুলে তার বাসা থেকে ডেকে বের করে নেয় এবং কিছুদুর নিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।