মিয়ানমারে নির্বাচনী প্রচারণা থেকে সু চির দলের তিন প্রার্থীকে আরাকান আর্মি কর্তৃক অপহরণ
 
নিউজ ডেস্ক
বাংলাদেশের পাশ্ববর্তী দেশ মিয়ানমারের আগামী সাধারণ নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক সুচির দল ও দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক লিগের (এনএলডি)’র ৩ প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। দেশটির ক্ষমতাসীন এই প্রার্থীরা আগামী ৮ নভেম্বরের নির্বাচন উপলক্ষে প্রচারণা চালাতে গিয়ে গত সপ্তাহে অপহরণকারীদের কবলে পড়েন।
এদিকে, গত ১৯ অক্টোবর সোমবার এ ঘটনার দায় স্বীকার করে অঞ্চলটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তারা এই প্রার্থীদের বিনিময়ে ছাত্র বিক্ষোভের সময় সরকারী বাহিনীর হাতে আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন। ১৯ অক্টোবর সোমবার অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানায়, ক্ষমতাসীন দল এনএলডির তিন প্রার্থী-মিন অং, নি নি মে মিয়ান্ট এবং চিট চিট চাওকে তারাই অপহরণ করেছে। ওই বিবৃতিতে গোষ্ঠীটি আরও জানায়, তারা অপহৃতদের মুক্তি দিতে প্রস্তুত, তবে এর বিনিময়ে সাম্প্রতিক বিক্ষোভের সময় কর্তৃপক্ষের হাতে আটক শিক্ষার্থী এবং নিরীহ মানুষদের মুক্তি দিতে হবে।
তবে এনএলডির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিয়ো নুয়ান্ট বলেন, ‘তারা যদি এভাবে দাবি তুলতে থাকে, তাহলে তা মেনে নেওয়া আমাদের জন্য কঠিন হবে।’
উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
