পটুয়াখালীতে স্পিডবোট ডুবিতে নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার - Southeast Asia Journal

পটুয়াখালীতে স্পিডবোট ডুবিতে নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পটুয়াখালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৫ যাত্রীর মরদেহ ঘটনার দুই দিন পর উদ্ধার করা হয়েছে। ২৪ অক্টোবর শনিবার সকালে উদ্ধারকারী দল আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে রাঙ্গাবালী থানার পুলিশ সদস্য মোহাম্মদ মহিবুল্লাহ এবং রাঙ্গাবালী উপজেলার কৃষি ব্যাংকের বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। বেসরকারি এনজিও আশার খালগোড়া শাখার ঋণ কর্মকর্তা হুমায়ুন কবির, গলাচিপার আমখোলার বাসিন্দা হাসান ও বাউফলের কনকদিয়ার বাসিন্দা ইমরান।

এর আগে, গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে চারটায় রাঙ্গাবালীর কোড়ালিয়া থেকে ১৭ জন যাত্রী নিয়ে পানপট্টির উদ্দেশে রওনা হওয়া স্পিডবোটটি বৈরী আবহাওয়ার কারণে আগুনমুখা নদীর মাঝামাঝি গিয়ে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তলা ফেটে ডুবে যায়। এ সময় চালকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন।