মুন্সিগঞ্জে সাত রোহিঙ্গাসহ ৮জন আটক, ইয়াবা জব্দ - Southeast Asia Journal

মুন্সিগঞ্জে সাত রোহিঙ্গাসহ ৮জন আটক, ইয়াবা জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জ সদরে ৯শ পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গা ও তাদের সহযোগী স্থানীয় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ অক্টোবর শনিবার বিকালে সদর উপজেলার মুক্তারপুর থেকে আটক করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। অভিযানকালে তাদের থেকে ৯শ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে আজু বেগম, নুর জাহান, নুর বেগম, জিয়া বল, সুমাইয়া আক্তার, শাকিলা, নুর কায়দা রোহিঙ্গা এবং তাদের সহযোগী রাজেশ ওরফে রাশেদের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে নারীসহ ওই সাত রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের নিয়ে মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে লৌহজংয়ের রাজেশকে আটক করা হয়। তাদের থেকে ৯শ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। স্থানীয় রাজেশের সহযোগিতায় তারা একটি চক্র হিসাবে কাজ করছিল। তবে কবে থেকে সাত রোহিঙ্গা মুন্সীগঞ্জে আছেন, তা এখনো জানা যায় নি। চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করা হবে বলে জানান ওসি।