দেশে ফিরেছে লেবাননে ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর জাহাজ - Southeast Asia Journal

দেশে ফিরেছে লেবাননে ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর জাহাজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চলতি বছরের ৪ আগস্ট লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বিজয়’ দেশে ফিরেছে। ২৫ অক্টোবর রবিবার সকালে চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছালে নাবিকদের স্বাগত জানান নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

এ সময় নৌবাহিনী প্রধান বলেন, তার বাহিনীর সদস্যরা প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করে দক্ষতা দেখিয়েছেন। একই সঙ্গে ভূ-মধ্যসাগরের লেবাননে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে দক্ষতা দেখানোই নৌ সদস্যদের প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ ডিসেম্বর লেবানন গিয়েছিল নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বিজয়’। চলতি বছরের ৪ আগস্ট লেবাননের বৈরুত বন্দরে একটি ওয়্যারহাউজে ভয়াবহ বিস্ফোরণে সেটি ক্ষতিগ্রস্ত হয়।