কক্সবাজারে র্যাবের হাতে প্রায় ৪৬ হাজার ইয়াবা ও নগত ১৬ লাখ টাকাসহ আটক ১
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ৪৫ হাজার ৮০০ পিস ইয়াবা টেবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১৬ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকাসহ নবী হোছন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা। গত শনিবার ২৪ অক্টোবর বিকেল ৪ টা ৫০ মিনিটের দিকে টেকনাফের উনচিপ্রাং বিজিবি’র সীমান্ত ফাঁড়িতে যাওয়ার রাস্তার সম্মুখে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর র্যাব-১৫ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানা যায়। আটককৃত নবী হোছন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত জহির আহম্মদের পুত্র।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার উনচিপ্রাং বিজিবি’র সীমান্ত ফাঁড়িতে যাওয়ার পথে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর অবস্থান নিয়ে রাস্তায় চলাচলরত অবস্থায় নবী হোছনের পথরোধ করে র্যাব সদস্যরা। এসময় তার হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে ২ কোটি ২৯ লক্ষ টাকা মূল্যের ৪৫ হাজার ৮০০ পিস ইয়াবা টেবলেট এবং মাদক বিক্রি করা নগদ ১৬ লক্ষ ১৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, জব্দকৃত ইয়াবা টেবলেট ও ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য সোপর্দ করা হয়েছে।