সেনাবাহিনী প্রধানের কোন ফেইসবুক একাউন্ট নেই: আইএসপিআর - Southeast Asia Journal

সেনাবাহিনী প্রধানের কোন ফেইসবুক একাউন্ট নেই: আইএসপিআর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের ফেইসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্ট বা আইডি নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেনাপ্রধানের নাম ভুয়া আইডি খুলে বিভ্রান্তিকর প্রচার দেখে গত ২৫ অক্টোবর রোববার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেনাবাহিনী প্রধানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। সেনাবাহিনী প্রধান কোন ফেইসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না।” আইএসপিআর এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত সব তথ্যাবলী মিথ্যা হিসেবে ধরে নিতে সবাইকে অনুরোধ জানিয়েছে।