সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২ কেজি ১৪৩ গ্রাম স্বর্ণসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে অভিযান পরিচালনা করে ২ কেজি ১৪৩ গ্রাম স্বর্ণসহ মোঃ হাসান আলী (৫০) নামের একজনকে আটক করেছে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি ‘র সদস্যরা। গত ২৮ অক্টোবর বুধবার দুপর ৩টার দিকে কাকডাংগা বিওপির কেড়াগাছি নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ হাসান আলী যশোর জেলার কেশবপুর থানার ত্রিমোহনীস্থ চাদরা এলাকার মৃত কফিল উদ্দিন বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নুর আলম এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক স্থানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১ কোটি ২৮ লক্ষ ৬০ হাজার ১শত ৪৩ টাকা মূল্যের ২ কেজি ১৪৩ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার, ১টি হিরো স্পেলেন্ডার মোটর সাইকেল এবং ১টি ব্যবহৃত মোবাইলসহ মোঃ হাসান আলীকে আটক করে।

বিজিবি জানিয়েছে, আটককৃত মোঃ হাসান আলীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।