কক্সবাজারে বিজিবির অভিযানে ৪৭১ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা যুবক আটক - Southeast Asia Journal

কক্সবাজারে বিজিবির অভিযানে ৪৭১ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া সীমান্ত হতে ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার সহ মোঃ কলিম (২১) নামে একজন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৩৪ বিজিবি) সদস্যরা। গত ১লা রোববার রাতে উপজেলার ৫নং পালংখালী ইউপির কুড়ারপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রীজের পার্শ্বে থেকে আটক করা হয়। সে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮, ব্লক-বি/৪৭ এর বাসিন্দা কবির আহম্মেদ ছেলে।

৩৪ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ বলেন, রোববার (১ নভেম্বর) রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারীরা বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির সদস্যরা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপিথর কুড়ারপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রীজের পার্শ্বে অভিযান চালিয়ে (তিন কোটি পনের লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত ঊনসত্তর) টাকা মূল্যমানের ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি বার্মিজ স্বর্ণ উদ্ধার করে। এসময় মোঃ কলিম নামে একজনকে আটক করা হয়।

পরে আটককৃত আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।