আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত বাংলাদেশী শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত ২৫ অক্টোবর নিহত বাংলাদেশী শান্তিরক্ষীর জানাজা গতকাল (৭ নভেম্বর) ঢাকা সেনানিবাসের চপার্স ডেনে অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাজার পর সেনাবাহিনী প্রধানের পক্ষে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শান্তিরক্ষীর মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ গ্রামের বাড়ি (বিএ কলেজ রোড, বিন্দুপাড়া, সিরাজগঞ্জ) প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় নিহতের দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষী ল্যান্স করপোরাল মো. আব্দুল্লাহ আল মামুন, ৩৭ এসটি ব্যাটালিয়ন, আভিযানিক দায়িত্ব পালনকালে ডেলে নামক স্থানে ব্যান এলকিউআরএফ-১-এর একটি ওয়াটার বাউজার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে নিহত হন। প্রয়াত সেনাসদস্যের মরদেহ ৬ নভেম্বর সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।