বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা প্রধানমন্ত্রীর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে ২০২২ সালের মধ্যে ১৫ হাজার জনবল নিয়োগ দেয়া হবে বলে জানান সরকার প্রধান। ৮ নভেম্বর রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে বিজিবি এয়ার উইং এর জন্য দুইটি এম আই-১৭১-ই হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পেশাগতভাবে আরো উন্নয়নের আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত রক্ষায় বিজিবির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। সীমান্তে নজরদারি বাড়ানো ও সক্ষমতা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে হেলিকপ্টার যোগ করা হয়েছে। বিজিবি-এর জনবল বাড়াতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাহিনীতে আরও ১৫ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। যা তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে চার হাজার ২৮২ জন জনবলের সমন্বয়ে একটি রিজিয়ন সদর দফতর, একটি সেক্টর সদর দফতর এবং চারটি ব্যাটালিয়ন, একটি কে-নাইন ইউনিট, একটি রিজিয়ন ইন্টেলিজেন্স ব্যুরো, একটি স্টেশন সদর দফতর, একটি গার্ড পুলিশ ব্যাটালিয়ন সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা ২০২২ সালের মধ্যে সম্পন্ন হবে। দ্বিতীয় ধাপে মোট পাঁচ হাজার ৭৮২ জন জনবলের সমন্বয়ে একটি সেক্টর, পাঁচটি ব্যাটালিয়ন, একটি রিজার্ভ ব্যাটালিয়ন, একটি কে-নাইন ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং পাঁচটি বর্ডার গার্ড হাসপাতালের জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।’ বিজিবির প্রশিক্ষণের জন্য সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের পাশাপাশি চুয়াডাঙ্গায় আরেকটি ট্রেনিং সেন্টার স্থাপন করার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা।

ভারত ও মিয়ানমারের সঙ্গে ৫৩৯ কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় নতুন ৬২টি বিওপি নির্মাণের মাধ্যমে ৪০১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত ইতোমধ্যে নজরদারিতে আনা হয়েছে। অবশিষ্ট ১৩৭ দশমিক ৫ কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় আরও বিওপি স্থাপন করা হবে বলে জানান সরকার প্রধান। অনুষ্ঠানে পিলখানায় বিজিবি সদর দফতর প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

জানা যায়, দেশের সীমান্তপথে সকল প্রকার মাদকের অনুপ্রবেশ বন্ধে হেলিকপ্টার দুটি টহলে ব্যবহৃত হবে। বিডিআর বিদ্রোহের মতো ঘটনা যারা করেছে তারা দেশ জাতি ও বাহিনীর ক্ষতি করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।