বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ সমুদ্র মহড়া সম্পন্ন
 
নিউজ ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত যৌথ সমুদ্র মহড়া Cooperation Afloat Readiness and Training (CARAT)- 2020 এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রামস্থ বিএন ফ্লিট হেডকোয়ার্টাস এ সমাপনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কমান্ডার এক্সপেডিশনারি স্ট্রাইক গ্রুপ সেভেন এর রিয়ার এডমিরাল ফ্রেড কেচার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যোগদান করেন। কমান্ডার বিএন ফ্লিট এর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, এ মহড়ার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্ককে উন্নত করা। পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর অপারেশনাল কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন, নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির সাথে পরিচিতি লাভ, যা বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সম্পন্ন করা হয়। এ প্রশিক্ষণ ও মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ USNS MILLINOCKET এবং বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিশেষায়িত ইউনিট সোয়াডস্ ও নেভাল এভিয়েশন অংশগ্রহণ করে।
