রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের ভৈল-ঢেওসী উৎসব উদযাপিত - Southeast Asia Journal

রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের ভৈল-ঢেওসী উৎসব উদযাপিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের ভৈল-ঢেওসী উৎসব উদযাপিত হয়েছে। ১৬ নভেম্বর সোমবার রাঙামাটির শহরের তবলছড়ির কন্ট্রাকটার পাড়ায় গুর্খা সম্প্রদায় উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের মূল আকর্ষণ ছিল গুর্খা সম্প্রদায়ের বিশেষ গান। গুর্খা সম্প্রদায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা দল বেঁধে পাড়ায় পাড়ায় নেচে গেয়ে সংগ্রহ করে টাকা, চাল, ডাল, মোমবাতি, সবজি দৌচুয়ানী অর্থাৎ চোলাই মদসহ বিভিন্ন পূজার বিভিন্ন সমগ্রী। এরপর রাতভর চলে নাচ-গানের আসর। উৎসবে চাকমা, ত্রিপুরা, মারমারাও এ উৎসবে অংশগ্রহণ করে থাকে। মূলতো হিন্দুদের কালিপূজাকে ঘিরে এ ভৈল-ঢেওসী উৎসব পালন করে থাকে গুর্খারা।

এ ব্যাপারে রাঙামাটি গুর্খা সম্প্রদায়ের নেতা মনোজ বাহাদুর গুর্খা জানান, রাঙামাটি শহরের কন্ট্রেটর পাড়া শুধু নয়, এ উৎসব পালিত হয়েছে মাঝের বস্তি, আসামবস্তি ও গর্জনতলীসহ অন্যান্য পাড়া মহল্লায়। নেপালের বংশদ্ভুত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গুর্খা সম্প্রদায়ের মানুষ ‘ভৈল-ঢেউসি’ উৎসব প্রতি বছর পালন করে থাকে। তবে এ বছর আনুষ্ঠানিকতা কম হয়েছে। কারণ করোনার জন্য বিশেস সতর্কতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

অপর নেতা মিল্টন বাহাদুর গুর্খা জানান, গুর্খা সম্প্রদায়ের মানুষরা সুদীর্ঘকাল থেকে এই ‘ভৈল-ঢেউসি’ উৎসব পালন করে আসছে। এবার ছিল দুুইদিনের উৎসব। নাচ-গানসহ ঘরে ঘরে মোমবাতির আর মঙ্গলপদ্বীপ জ্বালিয়ে আনন্দের সাথে পার হয়েছে দু’দিন। উৎসবে ভাই টিকাও দেয়া হয়। সর্বশেষ দধিতে চাউল মিশিয়ে ভাই বোন একে অপরকে তাজ পরিয়ে দেয়ার মধ্য দিয়ে শেষ হয় ২দিন ব্যাপী ঐতিহবাহী ‘ভৈল-ঢেওসী’ উৎসব।