নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Southeast Asia Journal

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িসহ বিভিন্ন উপজেলা সদরে “জুম্ম জাতির ধ্বংসের সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন” স্লোগানে পথচলা ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে ১৫ নভেম্বর রবিবার সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শুরু হয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। খাগড়াছড়ি জেলা শহরের মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, সংগঠন প্রতিষ্ঠা ও ষড়যন্ত্রকারীদের বুলেটে আঘাতে আত্মত্যাগীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা। পরে আনুষ্ঠানিক আলোচনা সভা শুরু করা হয়।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)র কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমার সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য অমর চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সুলেন চাকমা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধর্ম ও রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্যপাত্র এড. রাজীব দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বঙ্গবন্ধু ও রাজনৈতিক গবেষক মো: আশাদুল ইসলাম, ইউপিডিএফ (গণতান্ত্রিক)র কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা, জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূ রঞ্জন চাকমা, জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জনার্দ্দন দে, পিসিপির কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, ষড়যন্ত্রকারী প্রসীত পন্থি ইউপিডিএফ এখন জনবিচ্ছিন্ন। যারা মাতৃভূমিকে ভুলে যায় এবং দেশকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের অবস্থা এর চেয়ে ভালো হয় না। প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফ হত্যা ও চাঁদাবাজীর রাজনীতিতে লুটপাটের রাজনীতি করে জুম্ম জাতির অধিকারের ধোঁয়া তুলে জুম্ম জাতির কাঁধে বন্দুক রেখে নিজের স্বার্থ হাসিলের চক্রান্ত করে যাচ্ছে বলে মন্তব্য করেন নেতাকর্মীরা। তাই পাহাড়ে প্রসীত পন্থি ইউপিডিএফ বয়কট করে জনগণকে নিজেদের স্বার্থ রক্ষায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)র পতাকা তলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানানো হয়। তারা বলেন, অগণতান্ত্রিক, বলপ্রয়োগের রাজনীতি, চাঁদাবাজি, গুম, খুন, অপহরণ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জাতীয় দিবস বর্জনের রাজনীতি করছে ইউপিডিএফ (প্রসীত)।

অন্যদিকে, জেলার দীঘিনালায় সংগঠনটির দিঘীনালা ইউনিটের দায়িত্বরত জনপ্রিয় চাকমার নেতৃত্বে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এতে বোয়ালখালী ইউনিয়ন চেয়ারম্যান ও দীঘিনালা জেএসএস (এমএন লারমা) সাধারন সম্পাদক চয়ন বিকাশ চাকমাসহ সংগঠনটির অন্যান্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার পানছড়িতে সংগঠনটির সমন্বয়ক দীপন আলো চাকমার নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন প্রসীত পন্থি ইউপিডিএফের বিরুদ্ধে স্বজনপ্রীতি, আদর্শ থেকে সরে গিয়ে চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে জুম্ম জাতির অধিকার আদায়ের লক্ষে প্রয়াত কেন্দ্রীয় আহবায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার নেতৃত্বে ২০১৭ সালে ১৫ নভেম্বর (বুধবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে গঠিত হয় ইউপিডিএফ (গণতান্ত্রিক)।