রাঙামাটির বাঘাইছড়ির দূর্গম পাহাড়ে সেনা অভিযানঃ একে ৪৭ ও এসএমসি উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দূর্গম একটি পাহাড়ে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর আস্তনায় অভিযান পরিচালনা করে ২টি একে ৪৭ রাইফেল, ১টি এসএমসি, ২টি একে ৪৭ রাইফেলের ম্যাগজিন, ১টি এসএমসির ম্যাগজিন ও ২১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। ২৮ নভেম্বর শনিবার সকাল থেকে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেয় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন।
সূত্রে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার সাজেক থানাধীন মাসালং সেনা ক্যাম্পের আওতাধীন ভূয়াছড়ি এলাকার শিলছড়ির গহীন পাহাড়ের দূর্গম স্থানে একটি আস্তানা গড়ে তুলে সেখানে ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা তাদের সশস্ত্র প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করছে এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত পাহাড়ে অভিযান চালায় বাঘাইহাট সেনা জোনের সদস্যরা। গত ২২ নভেম্বর হতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে চলা অভিযানের শুরুতেই পাহাড়ের উপর থেকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় সেখান থেকে লুকায়িত অবস্থায় ২টি একে ৪৭ রাইফেল, ১টি এসএমসি, ২টি একে ৪৭ রাইফেলের ম্যাগজিন, ১টি এসএমসির ম্যাগজিন ও ২১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করে উক্ত প্রশিক্ষণ ক্যাম্পটি ধ্বংশ করে দেয় সেনা সদস্যরা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা অভিযানে বেশ কয়েকটি অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে বর্তমানে উক্ত এলাকায় অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে।