রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের পাশে ইউপিডিএফ (গণতান্ত্রিক)
নিউজ ডেস্ক
কনকনে শীতে শীতবস্ত্র নিয়ে দূর্গম পাহাড়ের নিম্ন আয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)। গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে নানা সম্প্রদায়ের ১৪০ জন বিভিন্ন বয়সের মানুষের মাঝে শীতের কম্বল প্রদান করে সংগঠনটি।
শীতবস্ত্র বিতরণকালে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেডিক ফ্রন্ট- ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির সদস্য রনয় চাকমা, নানিয়ারচর ইউনিট প্রধান জ্ঞান চাকমা, রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য অনিল চন্দ্র চাকমা, স্থানীয় ইউপি সদস্য মো: বাবুল মেম্বারসহ হেডম্যান-কার্বারী ও গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতারা জানান, সাধারণ মানুষের শীতের কষ্ট দূর করতে সংগঠনের পক্ষ হতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ইউপিডিএফ (গণতান্ত্রিক) সব সময় জনগণের পাশে থেকে সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে মিলেমিশে কাজ করে যাচ্ছে এবং সব সময় পাশে থাকবে বলেও মন্তব্য করেন তারা।