গুজব ছড়িয়ে সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা সফল হবে না: আইএসপিআর - Southeast Asia Journal

গুজব ছড়িয়ে সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা সফল হবে না: আইএসপিআর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে একটি চক্র বাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। রবিবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে একটি চক্র। তবে সেনাবাহিনী আগের চেয়ে এখন আরও বেশি শৃঙ্খল ও দক্ষ। তাই শৃঙ্খলা নষ্টের কোনও চেষ্টা সম্ভব হবে না। তারপরও বাহিনীর সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।