যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌ-ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মার্কিন নৌ-ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের সান ডিয়াগোতে সৃষ্ট এই আগুনের কারণে গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ৭ হাজার স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় সময় গত ২৩ ডিসেম্বর বুধবার আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ। নৌ-ঘাঁটিতে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কিছু ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস জানিয়েছেন, ক্রমেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। বড়দিনের ছুটিতে হঠাৎ করেই এমন পরিস্থিতিতে বেশ বিপাকে স্থানীয়রা।

ক্যালিফোর্নিয়ার বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই এলাকায় প্রায় তিন হাজার একর জমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। দমকল বাহিনী চেষ্টা চালিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।