হবিগঞ্জ সীমান্তে বিজিবির বাধায় দলীয় অফিস করতে পারেনি বিজেপি
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে বিজিবির বাধায় দলীয় অফিস নির্মাণ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি-বিজেপি। বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, সীমান্ত পিলার ঘেষে রাজনৈতিক অফিস নির্মাণের চেষ্টা করে বিজেপি। বিষয়টি নিয়ে বাধা দেয় বিজিবি।
এনিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আজ দুপুরে পতাকা বৈঠকে বসে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষীরা।
এসময় সীমান্তের ১০০ গজের মধ্যে পাকা ঘর নির্মাণ না করার প্রতিশ্রুতি দেয় ভারতের সীমান্তরক্ষী বিএসএফ।
