শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়ল বিমান বাহিনী কন্টিনজেন্ট
নিউজ ডেস্ক
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপনের জন্য রিপাবলিক অব মালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বিমান বাহিনীর একটি দল। এ কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর ১১০ জন সদস্য বুধবার (৬ জানুয়ারি) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালির পথে পাড়ি জমান। বাংলাদেশ বিমান বাহিনীর এ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক।
এদিন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে কন্টিজেন্ট সদস্যদের বিদায় জানান। এর আগে ২১ ডিসেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মালিগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ব্রিফিং করেন।
এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। পাশাপাশি করোনাভাইরাসের বিস্তার রোধ ও আক্রান্তের ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন বিমান বাহিনী প্রধান।
উল্লেখ্য, মালিতে বিবাদমান সংঘাত নিরসণে বাংলাদেশ বিমান বাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশটির সরকার এবং জনগণের আস্থা অর্জন করেছে। অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষীরা যাতে ভবিষ্যৎ দিনগুলোতে আরও উৎকর্ষ অর্জন করতে পারেন, সেজন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোনাজাতের আয়োজন করা হয়।